Subho Noboborsho: রাজপথে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় 1430-কে স্বাগত - পয়লা দিনে হালখাতা মিষ্টিমুখে ব্যস্ত রাজ্যবাসী
1429-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে এখন 1430। পয়লা দিনে হালখাতা, মিষ্টিমুখে ব্যস্ত রাজ্যবাসী। সারা বছরের মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠে। রাত থাকতেই মন্দিরের সামনে পুজোর ডালি নিয়ে হাজির হতে দেখা যায় দর্শনার্থীদের। নববর্ষের সূচনায় বাঙালি ঐতিহ্যকে সামনে রেখে অভিনব বর্ণাঢ্য শোভাযাত্রার সাক্ষী থাকল শহর। শনিবার সকালে কলকাতা পৌরনিগমের 108 নম্বর ওয়ার্ডের আনন্দপুর থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে রাজডাঙ্গার 107 নম্বর ওয়ার্ডে এসে শেষ হয়। পুরনো আমলের ভিনটেজ গাড়ি থেকে এক্কা গাড়ি এদিনের শোভাযাত্রায় স্থান পেয়েছিল সবই। একই সঙ্গে এর শোভা বাড়িয়েছিল কলকাতার হাতে টানা রিকশাও। ছিল হারিয়ে যাওয়া তালপাতার পাখা, ঢাকের বাদ্যি থেকে মৃদঙ্গের বোলও ৷ পাশাপাশি এই শোভাযাত্রার অন্যতম অঙ্গ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ মহিলারা শাড়ি আর পুরুষরা পাঞ্জাবী পড়ে বাংলা গান আর নৃত্যের তালে শোভাযাত্রাকে আরও মুখরিত করে তোলে। নববর্ষের এই শোভাযাত্রার এদিন লাল পাড় ধুতি-পাঞ্জাবীতে পা মেলাতে দেখা যায় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম শীলকে। কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে নববর্ষের এই শোভাযাত্রা শেষে ছিল পান্তা ভাত, কাঁচা লঙ্কা, তেলে ভাজা সহযোগে পাত পেড়ে খাওয়ার এলাহি আয়োজনও ৷