Water Logging in Durgapur রাতভর বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর - প্রবল বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর
বৃস্পতিবার রাতের একটানা কয়েকঘণ্টার প্রবল বৃষ্টি । আর তাতেই দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডের নিকাশি ব্যবস্থার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে । দুর্গাপুর নগর নিগমের 24 নম্বর ওয়ার্ডের শরৎপল্লী, 38 নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা ও 34 নম্বর ওয়ার্ডের কাদা রোড-সহ বিস্তৃর্ণ এলাকা জলমগ্ন (Water Logging in Durgapur) ৷ শুক্রবার সকালেও জলে ডুবে এই ওয়ার্ডের বিভিন্ন রাস্তা থেকে ঘরবাড়ি। এলাকার নিকাশি নালার বেহাল দশা নিয়ে সরব স্থানীয়রা। প্রশাসনের গাফিলতিতেই এই পরিস্থিতি বলে তাঁদের দাবি ।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST