পশ্চিমবঙ্গ

west bengal

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

ETV Bharat / videos

Warning of Fisherman: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা - মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

By

Published : Jun 25, 2023, 3:19 PM IST

বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যে কারণে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তাই মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসার নির্দেশ দিল মৎস্য দফতর। মৎস্য দফতরের নির্দেশ অনুযায়ী আজ অর্থাৎ, রবিবার এবং সোমবার বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে সমুদ্র উত্তাল হওয়া সম্ভাবনা রয়েছে। অতি সত্ত্বর সমুদ্রে মাছ ধরতে যাওয়া সমস্ত ট্রলারগুলিকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মরশুমের শুরুতেই ট্রলারগুলি একবার করে সমুদ্রে গিয়ে ফিরে আসতে হয়েছে। ফের দিনদু'য়েক আগে মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিয়েছিল। 

পুনরায় আবহাওয়া খারাপের জন্যে ফিরে আসতে হলে বড় লোকসানের মুখে পড়তে হবে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের, এমনটাই জানানো হয়েছে মৎস্যজীবী সংগঠনের তরফে ৷ সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র এ নিয়ে জানান, যে সমস্ত মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাঁদেরকে দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে যেমন বার্তা দেওয়া হয়েছে, পাশাপাশি মৎস্যজীবী শ্রমিক সংগঠনকেও জানানো হয়েছে ফিরে আসার কথা। তবে মরশুমের শুরুতেই আবহাওয়ার সমস্যার জন্য অনেক টাকা ক্ষতির আশঙ্কা করছেন মৎস্যজীবীরা ৷

ABOUT THE AUTHOR

...view details