পশ্চিমবঙ্গ

west bengal

লাইনে দাঁড়িয়ে ভোটার

ETV Bharat / videos

Panchayat Elections 2023: বুথে উপস্থিত ভোটার-কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, দেরিতে এলেন ভোটকর্মীরা ! - গরহাজির ভোটকর্মীরা

By

Published : Jul 10, 2023, 3:16 PM IST

Updated : Jul 14, 2023, 7:02 AM IST

নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর শুরু হল ভোট গ্রহণ পর্ব ৷ মালদার মহদিপুর এলাকার 201/1 ও 201/2 বুথের ঘটনা ৷ সময়মতো ভোটার ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেলেও শুরু হল না ভোট গ্রহণ পর্ব ৷ সকাল 10টা বেজে গেলেও ভোটকর্মীরা না আসায় পুনর্নির্বাচন শুরু করা যায়নি ৷ বেশ কিছুটা ভোটকর্মীরা এলে বেলার দিকে এই কেন্দ্রে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব ৷ 

এর প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন এলাকাবাসী ৷  8 জুলাই এই দুই বুথে শাসকদলের ব্যাপক ছাপ্পার অভিযোগ উঠেছিল। শাসকদলের লোকজন প্যালট বাক্স ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলেও দাবি করেছিলেন স্থানীয় বাসিন্দারা। নির্বাচন কমিশনের নির্দেশে দুটি ভোটকেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়।

শনিবারের পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর নির্দেশ দিয়েছিল আদালত ৷ অভিযোগ, বাহিনী এলেও অধিকাংশ বুথে দেখা যায়নি কেন্দ্রীয় বাহিনী ৷ কোনও কোনও জায়গার ভোটকেন্দ্রে সিভিক পুলিশের উপস্থিতিতেও ভোট গ্রহণের ঘটনাও ঘটেছে ৷ নির্বাচনে হিংসার বলি হয়েছেন প্রায় 20 জন ৷ সর্বত্রই অরাজকতার চিত্র স্পষ্ট ফুটে উঠেছিল ৷ তারপরেই নির্বাচন কমিশন সোমবার সকালে রাজ্যের 19টি জেলায় 696টি বুথে পুর্ননির্বাচনের নির্দেশ দেয় ৷

Last Updated : Jul 14, 2023, 7:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details