পশ্চিমবঙ্গ

west bengal

ভোটার কার্ড

ETV Bharat / videos

Voter Cards Recovered in Basanti: রাস্তার ধার থেকে উদ্ধার কয়েকশো ভোটার কার্ড, চাঞ্চল্য বাসন্তীতে

By

Published : Feb 8, 2023, 9:23 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

পঞ্চায়েত নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধী দুই শিবিরেই । এরইমধ্যেই রাস্তার ধার থেকে উদ্ধার হল প্রচুর ভোটার কার্ড (Voter Cards Recovered in Basanti) । যা নিয়ে চাঞ্চল্য ছড়াল বাসন্তীতে। বুধবার বাসন্তীতে রাস্তার পাশ থেকে একাধিক ভোটার কার্ড উদ্ধার হয়েছে । সকালে স্থানীয় বাসিন্দারাই কাজে যাওয়ার পথে ভোটার কার্ডগুলি রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন । বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের কুলতলি বাজার এলাকায় যে রাস্তা দিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার হয়েছে, সেই রাস্তায় নিত্য মানুষের যাতায়াত। কিন্তু কে বা কারা কখন ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছেন, কেউ জানেন না ৷ তাই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে । পুলিশ গিয়ে ভোটার কার্ডগুলি উদ্ধার করেছে । দেখা গিয়েছে, ভোটার কার্ডগুলি বেশিরভাগই উত্তর 24 পরগনা জেলার মানুষের। যে সকল ব্যক্তিদের ভোটার কার্ড উদ্ধার হয়েছে, তারা বেশিরভাগই বারাসত, হালিশহর, নৈহাটি, বারাকপুর, বসিরহাট এলাকার । কিন্তু কোথা থেকে এই কার্ডগুলি এল, তা নিয়ে ধন্দে সবাই । এই ঘটনায় তদন্ত দাবি করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । 

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details