Durga Puja 2022: ‘আমেরিকার বিষ্ণুমন্দির’ এবার হুগলিতে - Vivekananda Sarbojanin Durgotsab committee pujo
চলতি বছরে 66 তম বর্ষে পা দিল হুগলির কারবালা মোড় এলাকার বিবেকানন্দ রোড সার্বজনীনের পুজো (Durga Puja 2022)। পুজো উদ্যোক্তারা এই বছরের থিমে তুলে ধরেছেন আমেরিকার স্বামী নারায়ণ মন্দির। আমেরিকার নারায়ণ মন্দির ও দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি করেছেন মণ্ডপটি ৷ মণ্ডপের মধ্যে বিভিন্ন দেব-দেবী আছে ৷ বিশেষ আকর্ষণ হাতি ও হাঁস দিয়ে তৈরি পাথরের আকারের খাম্বা। মা দুর্গার মূর্তিকেও সে ভাবেই ফোটানো হয়েছে। মণ্ডপ নির্মাণে ব্যবহার হয়েছে প্ল্যাইউড, প্লাস্টার অফ প্যারিস,ফাইবার ও শোলা-সহ বিভিন্ন সামগ্রী ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST