পশ্চিমবঙ্গ

west bengal

বিরাট কোহলির জন্মদিন পালন

ETV Bharat / videos

Virat Kohli Birthday: 'বিরাট' ফ্যান, কোহলির নামে কেক কেটে বিলি করলেন নিউটাউনের সত্যা - Virat Kohli

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 4:53 PM IST

কোহলিয়ানা এখন চূড়ান্ত পর্বে । ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের উত্তেজনা ছাপিয়ে রবিবার শুধুমাত্র বিরাট কোহলির । 5 নভেম্বর পঁয়ত্রিশে পা দিলেন ভারতীয় দলের মেগাস্টার ব্যাটসম্যান । ভারতীয় দলের জাতীয় সঙ্গীত বাজার পরে ক্রিকেটারদের সঙ্গে থাকা বাচ্চাদের ভিড়ে কোহলি । ইডেনের বাইরেও আবেগের প্লাবন । সিএবি ভারতীয় ড্রেসিংরুমে কেক পাঠিয়ে দিয়েছে । পিছিয়ে নেয় কোহলি ভক্তরাও ৷ নিউটাউন থেকে কাকা এবং বন্ধু চন্দনের সঙ্গে খেলা দেখতে এসেছেন সত্যা । গায়ে কোহলির 18 নম্বর জার্সি । হাতে কেক । তাতে বিরাটের ছবি ৷ নিচে লেখা আছে 'হ্যাপি বার্থডে কিং' ৷ রাস্তায় কেক কেটে কোহলি ভক্তদের মধ্যে তা বিলি করে ইডেনে ঢুকলেন সত্যা । প্রতি বছর কোহলির জন্মদিনে কেক কাটেন । এবছর একটু অন্যরকম ৷ একে জন্মদিন, তার সঙ্গে নিজের শহরেই প্রিয় তারকার ব্যাটিং দেখার আনন্দের কম্বো প্যাক । ফলে সুযোগ তো হারালেনই না বরং চুটিয়ে উপভোগ করলেন সত্যা । শুধু সত্যার মত তরুণী নয়, রবিবারে ইডেন ছিল 'বিরাট' ময়। 

ABOUT THE AUTHOR

...view details