পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Virushka at Mathura: ভামিকাকে কোলে নিয়ে বৃন্দাবনের সেবাকুঞ্জে ঋষিদের সাক্ষাতে বিরুষ্কা - Virat and Anushka visit Mathura

By

Published : Jan 5, 2023, 10:56 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

জন্মের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে ভামিকার মুখ দেখানোর ব্যাপারে অনীহা ছিল বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ৷ সেলেব জুটির অনিচ্ছা সত্ত্বেও বারকয়েক সংবাদমাধ্যমে মেয়ের মুখ দেখা যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছিলেন 'বিরুষ্কা' ৷ কিন্তু মথুরা সফরে গিয়ে সেই মিথ ভাঙলেন দু'জনে ৷ বৃন্দাবন মন্দিরে গিয়ে মেয়ে ভামিকাকে কোলে নিয়ে বৃহস্পতিবার সাধু-সন্তদের সঙ্গে দেখা করলেন বিরাট-অনুষ্কা (Virat and Anushka visit Mathura with daughter vamika) ৷ সেলেব জুটির দু'দিনের এই সফরকে গোপন রাখা হলেও এদিন মেয়ের সঙ্গে মন্দিরে বিরুষ্কা-র পুজোপাঠের ভিডিয়ো সংবাদমাধ্যমের সামনে এসেছে ৷ উল্লেখ্য, দু'দিনের সফরে বুধবার বৃন্দাবন পরিক্রমা মার্গে অবস্থিত নিম করোলির আশ্রমে পুজো দেন বিরাট এবং অনুষ্কা ৷ তীর্থযাত্রার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বৃন্দাবনের সেবা কুঞ্জ আশ্রমে ঋষিদের সঙ্গে সাক্ষাৎ করেন দু'জনে ৷
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details