Pakistan Zindabad Slogan: বিহারের আরায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, ধৃত 5 যুবক - পাকিস্তান জিন্দাবাদ স্লোগান
বিহারের আরা এলাকার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যেখানে কয়েকজন যুবক ও কিশোরকে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার ট্রফি হাতে পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিতে শোনা গিয়েছে (Pakistan Zindabad slogans in Bihar) ৷ জানা গিয়েছে, ভিডিয়োটি কৈলবর চাঁদি থানা এলাকার নরবীরপুর টোলার ৷ গত মঙ্গলবারের ভিডিয়ো এটি ৷ এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর 5 যুবককে গ্রেফতার করেছে পুলিশ (Pakistan Zindabad slogans in Arrah) ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST