Telangana MLA Slapped by Tollplaza Staff: টোলপ্লাজা কর্মীকে থাপ্পড় বিধায়কের, দেখুন ভাইরাল ভিডিয়ো - ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক
তেলেঙ্গানার মানচেরিয়াল জেলার বেল্লামপল্লির বিধায়কের (Bellampally MLA) একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ভিডিয়োটিতে দেখা যাচ্ছে ভারত রাষ্ট্র সমিতির বিধায়ক (MLA of Bharat Rashtra Samithi) দুর্গাম চিন্নাইয়া মানচেরিয়াল জেলার মান্দামার্রি টোল প্লাজার এক কর্মীকে (Tollplaza Staff) চড় মারছেন ৷ দেখা যাচ্ছে, বিধায়কের গাড়ি সেখানে পৌঁছলে টোল প্লাজার কর্মীরা প্রটোকল না-মেনে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। এতে বিধায়ক রেগে গিয়ে গাড়ি থেকে নেমে এক কর্মীকে থাপ্পর মারেন ৷ এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর জানা গিয়েছে, গত মাসে শুরু হয়েছে মান্দামার্রি টোল প্লাজা সংলগ্ন রাস্তার কাজ, আর এখনও তা অসম্পূর্ণ ৷ বিধায়ক এই নিয়ে টোল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছেন, রাস্তার কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় তাঁরা কীভাবে জনগণের কাছ থেকে টোল ফি আদায় করছেন।
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST