Road Blockade at Nandakumar: খাল সংস্কারের দাবিতে গ্রামবাসীদের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ - জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
খাল সংস্কারের দাবিতে আটটি গ্রামের বাসিন্দারা বুধবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল (villagers protest blocking road ) । ঘটনাটি ঘটেছে হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে নন্দকুমার থানা কামারদা বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় । ঘটনার খবর পেয়ে পৌঁছয় নন্দকুমার থানার পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ 16 বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলার নারায়ণপুর কালিকাপুর থেকে কামারদা পর্যন্ত দীর্ঘদিন খাল সংস্কার হয়নি । এর ফলে চাষের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন কয়টি গ্রামের বাসিন্দারা । একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি বলেও অভিযোগ । অবশেষে বুধবার আটটি গ্রামের বাসিন্দারা একজোট হয়ে হলদিয়া মেচেদা 41 নম্বর জাতীয় সড়কে নন্দকুমার থানা কামারদা বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় । বিক্ষোভের জেরে ব্যাপক যানজট তৈরি হয় । যানজটের জেরে আটকে পড়ে যায় একাধিক পণ্য বোঝাই লরি ও যাত্রীবাহী বাস । দ্রুত ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার পুলিশ । উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসীরা । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তারা । গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় নন্দকুমার থানার পুলিশ । তারপরে যান চলাচল স্বাভাবিক হয়েছে ।