Robbery in Purulia: ধারাল অস্ত্র ও পিস্তল-সহ ছিনতাইবাজকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা - Robbery in Purulia
পুরুলিয়ায় ছিনতাই করে পালানোর সময় পিস্তল ও ধারাল অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে ধরে ফেললেন গ্রামবাসীরা। অস্ত্র-সহ ধৃত দুষ্কৃতীর নাম মজবুর আলি দালাল। বাড়ি বাঁকুড়ার পুনিষোল গ্রামে। শনিবার অভিযুক্তকে টিআই প্যারেডের আবেদন জানিয়ে আদালতে পেশ করল পুঞ্চা থানার পুলিশ । ধৃতের কাছ থেকে পিস্তল ও ধারাল অস্ত্র ছাড়া একটি বাইক ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি দুই ছিনতাইবাজ অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা যায়, শুক্রবার রাতে ব্রাহ্মণপাড়া মোড়ে এক গহনা দোকানের মালিককে তিনজন যুবক বাইকে করে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর ব্যাগ ছিনতাই করে পালানোর চেষ্টা চালায় (Robbery in Purulia)। তাঁর নাম রাকেশ দত্ত ৷ তিনি সেই সময় বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় গহনা দোকানের মালিক চিৎকার করলে স্থানীয়রা এসে বাইক ধাওয়া করেন। তিনজনের মধ্যে দু'জন দুষ্কৃতী কোনওক্রমে পালিয়ে গেলেও একজন যুবককে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরে পুঞ্চা থানার পুলিশের হাতে ওই দুষ্কৃতীকে তুলে দেন গ্রামবাসীরা ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST
TAGGED:
Robbery in Purulia