Tiger and Bear Fight: জঙ্গলে বাঘ-ভাল্লুকের লড়াই, ক্যামেরাবন্দি করলেন পর্যটকরা
বাঘ-ভাল্লুকের লড়াই কখনও সামনে থেকে দেখেছেন ? উত্তরাখণ্ডের রামনগরে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্কে জঙ্গল সাফারিতে গিয়ে এমনই দৃশ্য দেখতে পেলেন পর্যটকরা (Jim Corbett National Park)৷ দীর্ঘ লড়াই শেষে প্রাণ হারায় ভাল্লুকটি ৷ বিশ্ব বিখ্যাত জিম করবেট ন্যাশনাল পার্কে অনেক সময় বন্যপ্রাণীদের দুর্লভ ভিডিয়ো দেখা যায় ৷ এই পার্কের ধেলা ট্যুরিস্ট জোন থেকে এমনই বাঘ ও ভাল্লুকের লড়াইয়ের ভিডিয়ো সামনে এসেছে ৷
জঙ্গল সাফারির সময় গাইড ও পার্কের ভিতরে থাকা পর্যটকরা মোবাইলে এই দৃশ্য রেকর্ড করেন (Tiger and Bear Fight in Corbett Park) ৷ এই বিষয়ে পার্কের ডিরেক্টর ডক্টর ধীরজ পাণ্ডে জানান, জঙ্গলের মধ্যে বন্যপ্রাণীদের এহেন লড়াইয়ের ঘটনা স্বাভাবিক ৷ তবে বাঘ ভাল্লুকের লড়াইটা পর্যটকদের সামনে হওয়ায় এটি সবাই দেখতে পাচ্ছেন ৷ শুধু বাঘ নয়, অন্যান্য প্রাণীরাও একে অপরের সঙ্গে এমন লড়াই করে ৷ এটা প্রকৃতির নিয়ম ৷ তবে যে সমস্ত পর্যটকরা এটা চোখের সামনে প্রত্যক্ষ করেছেন তাদের কাছে আজীবন এটি একটি ভিন্ন ধরনের অভিজ্ঞতা হিসেবে রয়ে যাবে ৷