Royal Bengal Tiger: শীতের শুরুতেই রোদ পোহাতে বাইরে বেরিয়েছেন বাঘমামা, দেখুন ভিডিয়ো - New Video of Royal Bengal Tiger
Published : Nov 6, 2023, 7:26 PM IST
শীতের শুরুতেই নদীর তীরে রোদ পোহাতে দেখা গেল দক্ষিণরায়কে । এমনই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন বনবিভাগের কর্মীরা । দক্ষিণ 24 পরগনার পাথরপ্রতিমার রামগঙ্গা রেঞ্জের সুন্দরবনের চুলকাটি জঙ্গলে নদীর ধারে রোদ পোহাতে দেখা যায় একটি পূর্ণবয়স্ক বাঘকে । বেশ কিছুক্ষণ রোদ পোহানোর পর রাজকীয় মেজাজে জঙ্গলের মধ্যে ঢুকে যায় ৷ ওয়াচ টাওয়ার থেকে বন সহায়কদের ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি । গত বছর শীতের মরশুমে সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের ক্যামেরার সামনে রাজকীয় মেজাজে দর্শন দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার । এবছর শীতের শুরুতেই আবারও দেখা মিলল তার । এই বিষয়ে দক্ষিণ 24 পরগনার মুখ্য বন আধিকারিক মিলনকান্তি মণ্ডল জানান, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে । সুন্দরবনের গভীর জঙ্গলে বনবিভাগের পক্ষ থেকে যে সকল ক্যামেরা বসানো হয়েছে তাতে বাঘেদের ছবি ধরা পড়েছে বহুবার । সোমবার জঙ্গলে পাহারা দেওয়ার সময় ওয়াচ টাওয়ার থেকে একটি পূর্ণবয়স্ক বাঘের ছবি ক্যামেরাবন্দি করে বন সহায়করা। নদীর ধারে বেশ কিছুক্ষণ রোদ পোহাতে দেখা যায় বাঘটিকে এরপর পুনরায় জঙ্গলে ঢুকে যায়।