Royal Bengal Tiger: রয়্যাল বেঙ্গলের হাতছাড়া শিকার ! সোশাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার বন দফতরের - Sundarbans
সুন্দরবনের ম্যানগ্রভ অরণ্য যেমন নামে সুন্দর তেমনি তার প্রাকৃতিক সৌন্দর্য্যেও অতুলনীয় ৷ কিন্তু বাস্তবে ততটাই ভয়ঙ্কর ৷ আদতে রয়্যাল বেঙ্গল টাইগারের মুক্তাঙ্গন সুন্দরবন ৷ দক্ষিণরায়ের একঝলক পেতে মরিয়া পর্যটকরাও ৷ সেই দক্ষিণরায়কে দেখা গেল শিকার ধরতে ! হ্যাঁ, সুন্দরবনের দক্ষিণ 24 পরগনা বনবিভাগের অন্তর্গত রামগঙ্গা রেঞ্জের চুলকাটি ক্যাম্প এলাকায় এই দৃশ্য ধরা পড়েছে ৷ তবে, এ যাত্রায় ব্যর্থ হয়েছে দক্ষ শিকারি রয়্যাল বেঙ্গল টাইগার ৷ বন-সহায়ক অনুপ কয়াল তাঁর ক্যামেরায় সেই মুহূর্তটি বন্দি করেছেন ৷ বন দফতরের তরফে ভিডিয়োটিও শেয়ার করা হয়েছে ৷
ভিডিয়োতে দেখা গিয়েছে, নদীর পাড়ে ঝোপের আড়ালে ঘাপটি দিয়ে বসে বাঘ মামা ৷ আর তার থেকে খানিক দূরে একদল হরিণ মনের আনন্দে ঘাস খাচ্ছে ৷ হঠাৎই, ঝোপের আড়াল থেকে একটি হরিণকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে দক্ষিণরায় ৷ বাঘের তাড়া খেয়ে হরিণের দল দিল ছুট ৷ আর কয়েকটি প্রাণ বাঁচাতে জলে লাফ দেয় ৷ তার মধ্যে একটিকে ধরতে বাঘটিও তখন জলে লাফ দিয়েছে ৷ জলের মধ্যে থাবা বসায় সে ৷ কিন্তু, হরিণও কম চতুর নয় ৷ সে থাবার ঘা পড়ার আগেই জলে ডুব দেয় ৷
কয়েক মুহূর্ত পরে দেখা যায়, জলের মধ্যে বাঘের নাগালের বাইরে হরিণ ৷ এরপর দ্রুত সাঁতার কেটে জল থেকে বেরিয়ে প্রাণ বাঁচাতে দে-ছুট ৷ বাঘটিও জল থেকে বেরিয়ে আসে ৷ কিন্তু, ততক্ষণে শিকার হাতছাড়া হয়ে গিয়েছে ৷ কিন্তু, দক্ষিণরায় জল থেকে অর্ধেক উঠে আর নড়ছেন না ৷ যতই হোক আত্মসম্মানের ব্যাপার ৷ রয়্যাল বেঙ্গল টাইগার নাকি, শিকার ধরতে ব্যর্থ ! বাঘ সমাজে যে নাক কাটা গেল ৷