পশ্চিমবঙ্গ

west bengal

বিদেশি প্রতিনিধিরা সামিল গঙ্গা আরতিতে

ETV Bharat / videos

G20 members at Rishikesh: পঞ্চপ্রদীপে গঙ্গা আরতি, মুগ্ধ জি-20 সম্মেলনে উপস্থিত বিদেশি প্রতিনিধিরা

By

Published : Jun 29, 2023, 2:16 PM IST

জি-20 ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপের বৈঠক 26 জুন থেকে 28 জুন নরেন্দ্রনগরে অনুষ্ঠিত হয়েছিল। তিন দিনের G20-এর তৃতীয় দিনের বৈঠক শেষ হয়েছে বুধবার। এদিন সন্ধ্যা জি-20 বৈঠকে যোগ দেওয়া বিদেশি অতিথিদের কাছে স্মরণীয় হয়ে ওঠে। জি-20-এর প্রতিনিধিরা ঋষিকেশে আয়োজিত গঙ্গা আরতিতে অংশ নেন । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও গঙ্গা আরতিতে অংশগ্রহণ করেন ৷ সিএম ধামি ঋষিকেশের ত্রিবেণী ঘাটে G20-এর বিদেশী প্রতিনিধিদের সঙ্গে গঙ্গা আরতিতে অংশ নিয়েছিলেন। ত্রিবেণী ঘাটে প্রায় এক থেকে দেড় ঘণ্টা চলে গঙ্গা আরতি। 

বিদেশি প্রতিনিধিরা এই আরতি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান ৷ মন্ত্রোচ্চারণ ও আরতির ওমে চারপাশ হয়ে ওঠে আরও সুন্দর ৷ সকলেই হাতে পঞ্চপ্রদীপ নিয়ে আরতিও করেন ৷ গঙ্গা আরতির পর বিদেশি অতিথিদের হাতে গঙ্গাজল, রুদ্রাক্ষের মালা অর্পণ করা হয়। এই উপলক্ষ্যে মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল, গণেশ জোশী, কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, রাজ্য বিজেপি সভাপতি মহেন্দ্র ভাট এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ৷ উত্তরাখণ্ড তিনটি জি-২০ সভা আয়োজনের সুযোগ পেয়েছে। আজ বৃহস্পতিবার জি-20 থেকে অতিথিরা একে একে ফিরে যাবেন বলে জানা গিয়েছে ৷ 

ABOUT THE AUTHOR

...view details