Barrackpore BJP: ব্যারাকপুরে বিজেপির পুলিশ কমিশনারেট অভিযান ঘিরে ধুন্ধুমার - ব্যারাকপুর বিজেপি
ব্যারাকপুর শিল্পাঞ্চলজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ও ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি-সহ খুনের প্রতিবাদে সোমবার আনন্দপুরী স্টেট ব্যাঙ্ক মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অভিযান ও ডেপুটেশন কর্মসূচি পালন করে বিজেপি । এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী মাননীয়া ফাল্গুনী পাত্র ও ব্যারাকপুর সংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্দীপ ভট্টাচার্য-সহ বিজেপির একাধিক নেতৃত্ব । এই মিছিল যখন ব্যারাকপুর পুলিশ কমিশনার অফিসে পৌঁছনোর মুখে সেই সময় পুলিশ সেই মিছিল আটকালে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন বিজেপি নেতারা ৷ এর ফলে সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় । বহু বাকবিতণ্ডার পর অবশেষে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে ডেপুটেশন জমা দেন বিজেপির পাঁচজনের প্রতিনিধি দল ।
বিষয়টি নিয়ে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র বলেন, "আজকে ব্যারাকপুর শিল্পাঞ্চলজুড়ে রোজ যে বোমা ও গুলির শব্দ শোনা যাওয়ার পাশাপাশি ডাকাতির মতো ঘটনায় একজন সোনার দোকানের মালিকের ছেলের প্রাণ যায় পুলিশ তাদের এখনও পর্যন্ত ধরতে সক্ষম হয়নি ৷ আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করার জন্য আসি ৷ আর পুলিশ তাদের সব চরিত্রভাবে তৃণমূলের দলদাস হয়ে আমাদের উপরে আক্রমণ চালায় ৷ আমাদের আটক করার চেষ্টা করে ৷ ফলে বেশ কয়েকজন কর্মী এতে আহত হয় ।"