Agitation in Saltlake: টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে উত্তেজনা সল্টলেকে - এসএসসি ভবন অভিযান
টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে সোমবার দুপুরে উত্তেজনা ছড়ায় বিধাননগরে । পুলিশ ও টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মধ্যে হয় ধস্তাধস্তি। রীতিমতো টেনে হিঁচড়ে বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যায় পুলিশ। সোমবার, 2016 সালের টেট উত্তীর্ণ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের সল্টলেকে এসএসসি ভবন অভিযান ছিল। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের পক্ষ থেকে এই অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ওয়েবসাইটে যোগ্য প্যানেল প্রকাশ, যোগ্য প্রার্থীদের অবিলম্বে কাউন্সিলিং ও নিয়োগ সম্পন্ন করার দাবিতে তাঁদের এই অভিযান। সেই মতো চাকরিপ্রার্থীরা মেট্রো করে বিধাননগর সেক্টর ফাইভ স্টেশনে এসে উপস্থিত হয়।
সেখান থেকে চাকরিপ্রার্থীরা বেরোনোর সঙ্গে সঙ্গেই রীতিমতো জোর করে টেনে, হিঁচড়ে তাঁদেরকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি করুণাময়ীতেও উপস্থিত হয় বিক্ষোভকারীদের আরেকটি দল। সেখানেও উপস্থিত ছিল পুলিশ বাহিনী। একইভাবে সেখান থেকেও প্রার্থীদেরকে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় থানায় ৷ চাকরিপ্রার্থীরা পুলিশের পা ধরে অনুরোধ করছিলেন তাদের যেন যেতে দেওয়া হয় ৷ কিন্তু পুলিশের তরফ থেকে প্রায় 150 জন চাকরিপ্রার্থীদের আটক করে বিধাননগরের বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ ধস্তাধস্তিতে দু'জন আন্দোলনকারী অসুস্থ হয়ে যান ৷ তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ৷