Subhas Sarkar criticises Mamata Govt : ভোট পরবর্তী হিংসায় রাজ্য সরকারকে দায়ী করলেন সুভাষ সরকার - Union MOS Subhas Sarkar criticises TMC and Govt on post poll violence
ভোট-পরবর্তী হিংসায় বীরভূমের ইলামবাজারে খুন হয় বিজেপি নেতা গৌরব সরকার । নাম জরায় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের । বিজেপি নেতার খুনের আগে এবং পরে অনুব্রত মণ্ডলের সঙ্গে ফোনে যাদের কথা হয়, তাদের দুর্গাপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে তলব করা হচ্ছে । শনিবারও তলব করা হয় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ-সহ লাভপুর কলেজের অধ্যাপক এবং তারাপীঠের পূজারীকে । এই পরিপেক্ষিতে তৃণমূল এবং রাজ্য সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুভাষ সরকার (Union MOS Subhas Sarkar criticises TMC and Govt on post poll violence )। তিনি বলেন, "রাজ্য সরকারের মদতে ঘটেছে ভোট পরবর্তী হিংসা । শাসক দলের ইচ্ছাতে, রাজ্য পুলিশের মদতে একাধিক ঘটনা ঘটেছে ।"
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST