পশ্চিমবঙ্গ

west bengal

ছবি সৌজন্য- টুইটার(এক্স)

ETV Bharat / videos

Smriti Irani at Belur Math: বেলুড় মঠে কর্মসূচিতে এসে আপ্লুত স্মৃতি ইরানি, দর্শন করলেন বিভিন্ন মন্দির

By ETV Bharat Bangla Team

Published : Sep 14, 2023, 7:48 PM IST

বেলুড় মঠে এসে আবেগে আপ্লুত হলেন কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ৷ স্বাধীনতার অমৃত মহোৎসবের অন্তর্গত 'আমার মাটি, আমার দেশ' কর্মসূচির ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই কর্মসূচিতেই অংশ নিতে বৃহস্পতিবার হাওড়ায় বেলুড় মঠে আসেন কেন্দ্রীয় মন্ত্রী । তিনি বেলুড় মঠের আবাসিক সন্ন্যাসী মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । এছাড়াও মঠের মূল মন্দির-সহ বিভিন্ন মন্দির দর্শন করেন ।  

বেলুড় মঠে দাঁড়িয়ে স্মৃতি ইরানির কথায়, প্রধানমন্ত্রীর 'আমার মাটি, আমার দেশ' কর্মসূচিকে দেশের সাধারণ মানুষ অভূতপূর্বভাবে স্বীকার ও সম্মান দিয়েছে । আমি আজকে বেলুড় মঠের পূন্যভূমিতে এসেছি । এখানকার সন্ন্যাসীরা আমাকে বেলুড় মঠের মাটি-সহ তাঁদের আশীর্বাদ দিয়েছেন । স্বাধীনতার অমৃতকালে স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ ও মায়ের আশীর্বাদ যেন সর্বদা বজায় থাকে ৷ এছাড়াও দেশের যুব সম্প্রদায় স্বামীজীর ভাবাদর্শতে উদ্বুদ্ধ হোক যাতে দেশ নির্মাণে তারাও প্রতিজ্ঞাবদ্ধ হতে পারে । এই সংকল্প নিয়েই আমি এই মাটি দেশের রাজধানীতে নিয়ে যাচ্ছি ।  

উল্লেখ্য, চলতি বছরের 12 অগস্ট হাওড়ার বাগনানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেউলটিতে এসে তাঁর বাড়ি থেকে মাটি সংগ্রহ করে 'আমার মাটি, আমার দেশ' কর্মসূচির সূচনা করে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা । ওই মাটি নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির 'কর্তব্যপথে'। এরপর বৃহস্পতিবার সেই কর্মসূচিতেই বেলুড় মঠে আসেন স্মৃতি ইরানি । এর আগে বুধবার তিনি হাওড়ার জগৎবল্লভপুরে দলীয় কর্মীদের সঙ্গে জন সংযোগ কর্মসূচিতেও অংশ নেন ।

ABOUT THE AUTHOR

...view details