নাড্ডাকে সঙ্গে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো অমিত শাহের - বঙ্গ বিজেপি
Published : Dec 26, 2023, 3:58 PM IST
মঙ্গলবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ এছাড়াও বিজেপির বেশ কয়েকজন সাংসদ ও একাধিক নেতা উপস্থিত ছিলেন ৷ বেলা 12টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কনভয় এসে পৌঁছয় কালীঘাট মন্দিরে ৷ মন্দিরে প্রবেশের জন্য রেড কার্পেট পাতা হয়েছিল ৷ সেখান দিয়েই মন্দিরের চার নম্বর গেট হয়ে গর্ভগৃহে প্রবেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ পুজো দেন৷ তার পর বেরিয়ে আসেন৷ সব মিলিয়ে মিনিট দশেক কালীঘাট মন্দিরে ছিলেন তিনি ৷ মন্দিরের বাইরে তাঁর জন্য বিজেপির মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন ৷ হাত নেড়ে ও করজোড়ে তাঁদের ধন্যবাদও দিতে দেখা যায় অমিত শাহকে ৷ এর পর গাড়িতে উঠে তিনি রওনা দেন বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার জন্য ৷ উল্লেখ্য, সোমবার রাতে কলকাতা এসেছেন অমিত শাহ ৷ মঙ্গলবার সকালে তিনি উত্তর কলকাতার জোড়াসাঁকোর একটি গুরুদোয়ারায় যান ৷ সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসেন কালীঘাট মন্দিরে ৷ দুই জায়গাতেই তিনি সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি ৷