পশ্চিমবঙ্গ

west bengal

প্রতীকী ছবি

ETV Bharat / videos

Body Recover: অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সোনারপুরে - অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

By

Published : Apr 29, 2023, 8:06 PM IST

অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার দক্ষিণ 24 পরগনায় ৷ শনিবার সোনারপুরের বিদ্যাধরপুর এলাকার সকালে একটি চাষের জমি থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয় ৷  স্থানীয় বাসিন্দাদের প্রথম চোখে পড়ে দেহটি ৷ অদ্ভূতভাবে মৃতদেহের মাথার অংশটি জমির মধ্যে গর্ত খুঁড়ে রাখা ছিল এবং দেহের বাকি অংশ ছিল জমির উপরিভাগে ৷ একটি হাতও মাটির নীচে রাখা ছিল বলে মত প্রত্যক্ষদর্শীদের। পাশাপাশি মৃতদেহের মুখ ছিল রুমাল গোজা ৷ তবে ওই ব্যক্তি এলাকায় পরিচিত নন কারোরই ৷ সাত সকালে এমন দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায় । স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷  ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দেহ ময়নাতদন্ত পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন আছে। মাথার অংশ গর্ত থেকে তুলে দেখা যায় গলার নলিকাটা ও মাথার পিছনের দিকটা থেঁতলানো। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। খুন করে বাইরে থেকে দেহ এখানে ফেলে যাওয়া হয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। এক স্থানীয় বাসিন্দা জানান, তিনি ওই ব্যক্তিকে চেনেন না। কখনও এলাকায় দেখা যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details