পশ্চিমবঙ্গ

west bengal

উদয়ন গুহ

ETV Bharat / videos

Udayan Guha: পঞ্চায়েতে বিক্ষুব্ধরা জোট হলে দাওয়াই দেওয়ার নিদান উদয়নের - পঞ্চায়েত নির্বাচন নিয়ে উদয়ন গুহর বক্তব্য

By

Published : Apr 2, 2023, 11:06 PM IST

"পঞ্চায়েত নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ মহাজোট করার পরিকল্পনা নিচ্ছে । এমনটা হলে তাদের পালটা দাওয়াই দিতে হবে ।" কোচবিহারের দিনহাটার পাঁচমাথার মোড়ে রবিবার তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের এমন নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । এদিন তিনি বলেন, "সাগরদিঘিতে যেটা হয়েছে দিনহাটাতেও সেটা করার চেষ্টা হচ্ছে ।"

গত সপ্তাহে বাবা কমল গুহকে নিয়ে 'বিতর্কিত' মন্তব্যে করে হইচই ফেলে দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী । এরপর শনিবার রাতে দিনহাটার নয়ারহাটে নিয়োগ দুর্নীতি ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কাঠগড়ায় দাঁড় করান তিনি । এবার রবিবার রাতে দিনহাটার পাঁচমাথার মোড়ে সভা করেন উদয়ন গুহ । সেই সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, " 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম, ফরওয়ার্ড ব্লক, বিজেপি শূন্য ছিল । আগামী পঞ্চায়েত নির্বাচনেও যাতে বিরোধীরা শূন্য থাকে তার ব্যবস্থা করতে হবে ৷ পঞ্চায়েত ভোট ঘোষণা হলেই শহরের কর্মীরাও গ্রামে গিয়ে গ্রামের কর্মীদের সহযোগিতা করবে । দরকার হলে গ্রামের দলীয় কর্মীদের বাড়িতেই রাত কাটাবেন ৷" দিনহাটার বুড়িরহাটের ঘটনায় সিবিআই তদন্ত প্রসঙ্গে বলতে গিয়ে উদয়ন গুহ বলেন, "নিরপেক্ষ তদন্ত হলে ওই মন্ত্রীর প্যান্টও খুলবে ।"

ABOUT THE AUTHOR

...view details