পশ্চিমবঙ্গ

west bengal

বামেদেরকে আক্রমণ মন্ত্রী উদয়ন গুহর

ETV Bharat / videos

Udayan Guha on CPIM: যোগ্যতা ছাড়াই কোটায় চাকরি হয়েছে, বাম আমলে 'নিয়োগ দুর্নীতি' নিয়ে সরব উদয়ন

By

Published : Mar 25, 2023, 8:18 AM IST

শিক্ষায় নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যজুড়ে তোলপাড়ের আবহে বিস্ফোরক অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । বাম নেতাদের কথা উল্লেখ করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, "যেসব বাম নেতারা এখন সমালোচনা করছেন আমি তাঁদের কথা বলছি । বাম আমলে কোটায় চাকরি হত (Udayan Guha Slammed CPIM on Job Issue) । কাছে থেকে দেখেছি সিপিএম ও ফরওয়ার্ডব্লক ভাগ করে নিত । বাকি যেগুলো থাকত সেগুলি আরএসপি থেকে শুরু করে সিপিআই-এর জন্য বরাদ্দ হত। এমনকী আসন কম থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কোটায় ডাক্তারিতে ভর্তি হয়েছে ওই আমলে। কাজেই বামেদের মুখে এসব সমালোচনা বন্ধ হওয়া দরকার ।" 

নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্যজুড়ে তোলপাড়। ইতিমধ্যে এই ঘটনায় প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেপ্তার হয়েছেন। বেআইনিভাবে নিয়োগের দায়ে বহু চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে। আরও বেশকিছু চাকরি বাতিল হতে পারে বলে আশঙ্কা। সবমিলিয়ে প্রবল চাপে তৃণমূল। বাম, বিজেপি এবং কংগ্রেস এই ইস্যু দিনরাত আক্রমণ করে চলছেন তৃণমূলকে । এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় লেখেন, "চাকরি পাওয়ার কোনও যোগ্যতা ছিল না । কিন্তু কোটায় চাকরি পেয়েছিলেন । এইরকম 100 জনের তালিকা আমার কাছে আছে । অন্যকে ঢিল ছোড়া বন্ধ করুন ।" স্বভাবতই মন্ত্রীর এহেন পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে । 

ABOUT THE AUTHOR

...view details