Udayan Guha: নাম না করে নিশীথ প্রামাণিককে কটাক্ষ উদয়নের - Udayan Guha attacks Nisith Pramanik
শুক্রবার বিকেলে দিনহাটার খট্টিমারিতে এক জনসভা থেকে নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে (Nisith Pramanik) তোপ দাগলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha) । তিনি জানান, ধেড়ে ইঁদুর' কোচবিহারে চাকরির নামে সবচেয়ে বেশি টাকা নিয়ে দিল্লিতে গিয়ে গুজরাতি গণেশের ও পেটমোটা গণেশের পায়ে বসে আশ্রয় নিয়েছেন । আর এখন সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরছে । আপনার ক্ষমতা থাকলে তাকে ধরে দেখান । রাজনৈতিক মহলের একটা বড় অংশই মনে করে কারও নাম না করলেও উদয়নের নীশীথের উদ্দেশেই মন্তব্য করেছেন ।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST