Two Youths Drown: গঙ্গায় স্নানে নেমে তলিয়ে গেল 2 যুবক - Two Youths Drown in Samserganj
গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক । রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধূলিয়ান এলাকায় । নিখোঁজ দুই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি । ঘটনাস্থলে রয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ । তবে প্রায় দু'ঘণ্টা তল্লাশি চললেও এখনও কাউকে উদ্ধার করা যায়নি । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যান ওই দুই যুবক । তাঁদের নাম মোবারক হোসেন (19) এবং আল খাপিস (18)। উভয়ের বাড়ি ধূলিয়ানের গাজিনগরে । তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে সামশেরগঞ্জ থানার পুলিশ পৌঁছে খবর দেয় ডুবুরির দলকে । ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা টিমও । জানা গিয়েছে, এদিন গাজিনগর থেকে সহকর্মীদের সঙ্গে ঢালাইয়ের কাজের জন্য লক্ষ্মীনগর আসেন ওই দুই যুবক । কিন্তু একটি বাড়িতে ঢালাই শুরু করার আগেই সাতজন বন্ধু মিলে পাশেই থাকা গঙ্গায় স্নান করতে নামেন । ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনা । অসাবধানতাবশত হওয়ায় মুহূর্তেই তলিয়ে যান দুই যুবক । খবর পেয়ে গঙ্গার তীরে ভিড় জমান সাধারণ মানুষ । ছুটে আসে যুবকদ্বয়ের পরিবারের লোকজনো । দুজনেই সাঁতার জানতেন না বলে জানা গিয়েছে ।