Leopard Fight: রাতের অন্ধকারে দুই চিতাবাঘের লড়াই, দেখুন ভিডিয়ো - দেখুন ভিডিয়ো
রাতের অন্ধকারে দুই চিতাবাঘের লড়াইয়ের মজার দৃশ্য ধরা পড়ল (Two Leopards Fighting) জলপাইগুড়ি জেলার মেটেলির ইনডং চা বাগানে ৷ প্রথমে এক দফা লড়াইয়ের পর ভয়ে গাছে উঠে গেল একটি চিতাবাঘ । তাকে বাগে না পেয়ে আড়ালে চা গাছের ঝোপ থেকে তখন অপরটির তর্জন-গর্জন । গাছের মগডালে দীর্ঘক্ষণ থাকার পর নেমে আসতেই ওত পেতে থাকা শত্রুর ফের আক্রমণ । ফের শুরু হয় হয় লড়াই ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST