Bankura Accident: বাঁকুড়ায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত 2 - Two Died in a Bike Accident
জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল 2 জনের (Two Died in a Bike Accident) ৷ মৃত শেখ শাকিল এবং ধনঞ্জয় সাইনি দু’জনেই বাঁকুড়ার বাসিন্দা ৷ শনিবার রাতে বাঁকুড়া 60 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ স্থানীয় সূত্রে খবর, বাঁকুড়া শহর থেকে এক্তেশ্বর ব্রিজের দিকে যাচ্ছিল দু’টি বাইক ৷ সেই সময়েই একটি বড় ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয় দু’টি বাইকের ৷ দু’জন চালক-সহ 4 জন আরোহী ছিলেন বাইক দু’টিতে ৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনের মৃত্যু হয়েছে ৷ বাকিরা চিকিৎসাধীন হাসপাতালে ৷
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST