পশ্চিমবঙ্গ

west bengal

দত্তপুকুরে পথ দুর্ঘটনা

ETV Bharat / videos

Road Accident in Duttapukur: নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির সংঘর্ষ দত্তপুকুরে - দত্তপুকুর থানার পুলিশ

By

Published : Apr 10, 2023, 1:41 PM IST

বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সংঘর্ষে তারপর উলটে গেল দুটি গাড়ি ৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উত্তর 24 পরগনা দত্তপুকুরের 35 নম্বর জাতীয় সড়কের উপর নতুন রাস্তার মোড়ে ৷ ঘটনায় দুই চালকই আহত হয়েছেন ৷ পাশাপাশি একটি গাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে   প্রত্যক্ষদর্শীদের দাবি, হাবড়ার দিক থেকে একটি আটা বোঝাই গাড়ি বারাসাতের দিকে যাচ্ছিল । অপর দিক থেকে আর একটি গাড়ি তরমুজ খালি করে হাবড়ার দিকে আসছিল ৷ ঠিক তখনই অতিরিক্ত গতি থাকার কারণে দুটি গাড়ির সংঘর্ষ হয় ৷ 

দুর্ঘটনার জেরে একটি গাড়ি 35 নম্বর জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যায় । জাতীয় সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় । ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ ৷ তারা এসে যান চলাচল ফের স্বাভাবিক করে এবং ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ দুটি গাড়িরই চালককে বারাসাত হাসপাতালে ভরতি করা হয়েছে এবং দু'জনেই সুস্থ রয়েছেন । তবে একের পর এক দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা ।

ABOUT THE AUTHOR

...view details