Road Accident in Durgapur: দুর্গাপুরে কন্টেনারের পিছনে ধাক্কা বাইকের, মৃত 2 - দুর্গাপুর মহকুমা হাসপাতাল
অণ্ডাল থানা এলাকায় 19 নম্বর জাতীয় সড়কে শুক্রবার পথ দুর্ঘটনায় 2 আরোহীর মৃত্যু হল (Two Bikers Dead in Road Accident in Durgapur) ৷ জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারের পিছনে এসে বাইকটি ধাক্কা মারে ৷ পুলিশ তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন ৷ পুলিশ সূত্রে খবর, মৃতদের একজনের নাম অজয় কুমার যাদব । বয়স 28 বছর ৷ তিনি দুর্গাপুর এনআইটি’র অস্থায়ী কর্মী ৷ অপর বাইক আরোহীর পরিচয় জানা যায়নি ৷ জানা গিয়েছে, এদিন সকালে ওই দু’জন রানিগঞ্জের দিক থেকে বাইকে করে দুর্গাপুরের দিকে আসছিলেন ৷ সেই সময় জাতীয় সড়কের পাশে দাঁড়ানো কন্টেনারের পিছনে ধাক্কা মারে বাইকটি ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST