Bike Thief Arrested বিধাননগরে পুলিশের জালে আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের 2 পাণ্ডা - নারায়ণপুর থানার পুলিশ
আন্তঃরাজ্য বাইক চুরি চক্রের দুই মাথাকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ (Bike Thief Arrested) ৷ সেইসঙ্গে উদ্ধার করা হয়েছে একটি বাইক ৷ পুলিশ সূত্রে খবর, রবিবার নারায়ণপুর থানার অন্তর্গত দোননগরে একটি পুরনো বাইক বিক্রি করতে আসে এই দুই যুবক ৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে দু'জনকে আটক করে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, এই বাইকটি চুরি যাওয়া বাইক ৷ এরপরই শেখ আবদুল আলি ও আলমগীর নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তারা দুজন মধ্যমগ্রামের বাসিন্দা ৷ ইতিমধ্যে ধৃতদের জেরা করে চক্রের বাকিদের খোঁজ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা (Police) ।
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST