পশ্চিমবঙ্গ

west bengal

সোনায় মোড়া মিষ্টি

ETV Bharat / videos

Gold Foil Sweet: লক্ষ্মীপুজোর জন্য তৈরি 24 ক্যারেট সোনায় মোড়া মিষ্টি, প্রতি কেজির দাম 12 হাজার টাকা - সোনায় মোড়া মিষ্টি

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 8:01 PM IST

সোনার মিষ্টি ৷ না, সোনার কেল্লার মতো ঠিক নয় ৷ আদপেই সোনা দিয়ে মোড়া মিষ্টি ৷ স্পেশাল এই চব্বিশ ক্যারেট ফয়েলে মোড়া মিষ্টি তৈরি করেছে রাজকোটের ধোরাজির গৌতম সুইটস ৷ সামনেই দীপাবলি ৷ আর এই আলোর উৎসবের প্রাক্কালে এমনই অভিনব মিষ্টি তৈরি করে তারা তাক লাগিয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের ৷ কাজুবাদাম, সোনালি বাদাম, আখরোট, পেস্তার গোল্ড প্লেটেড মিষ্টি তৈরি করেছে তারা । ধোরাজি ও রাজকোট জেলায় প্রথমবার এই মিষ্টি তৈরি হয়েছে । বিশেষ করে লক্ষ্মী পুজোয় ব্যবহার করার জন্য এই মিষ্টি তৈরি করা হয় । কালীপুজোর দিন দীপান্বিতা লক্ষ্মী পুজোর জন্য তৈরি হয়েছে এই সোনার মিষ্টি ৷ দোকানের মালিক বীরভাই ভাসানিয়া জানান, পাঁচ রকমের চব্বিশ ক্যারেটের এই মিষ্টি লক্ষ্মী পুজোর সময় রাখা হয় এবং ব্যবসায়ীরা এটি নিয়ে যান ৷ মনে করা হয়, লক্ষ্মী পুজোর সময় এটি বাড়িতে নিলে তার সুফল পাওয়া যাবে হাতেনাতে । এই চব্বিশ ক্যারেট ফয়েল মিষ্টি ভালোই বিকোচ্ছে ধোরাজি স্টেশনের কাছে অবস্থিত গৌতম সুইটসে ৷ এই মিষ্টির দাম কেজি প্রতি 12000 টাকা । যাঁরা এক কেজি কিনতে পারেন না, তাঁরা লক্ষ্মী পুজার জন্য 250 গ্রাম কিনে বাড়ি নিয়ে যান । এই মিষ্টি দিয়েই লক্ষ্মীর আরাধনা করা হচ্ছে রাজকোট জুড়ে ৷

ABOUT THE AUTHOR

...view details