Rabindra Nath Ghosh: সিনেমায় নাম লেখালেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ - কেচবিহরের পৌরসভার চেয়ারম্যান
এতদিন অভিনেতাদের দেখা যেত রাজনীতির মঞ্চে (Rabindranath Ghosh started acting) ৷ এবার কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রীবন্দ্রনাথ ঘোষকে দেখা যাবে অভিনয় করতে ৷ "শূন্য হৃদয় "নামক একটি সিনেমায় দরিদ্র পিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। শুটিংয়ের কাজ শুরু হল শুক্রবার, রেলঘুমটি এলাকায়। শ্যাুটিং দেখতে ভিড় জমান এলাকাবাসী ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST