Kunal Slams Suvendu: শুভেন্দুর আচরণ পাগলা কুকুরের মতো, কটাক্ষ কুণালের - ঝাড়গ্রাম
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) পাগলা কুকুর বলে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) । শুক্রবার ঝাড়গ্রামে (Jhargram) তিনি এই মন্তব্য করেন ৷ তিনি বলেন, শুভেন্দু জেনে রেখে দিক শুভেন্দুদের জন্য যাঁদের যাঁদের অসুবিধে হয়েছে, তাহলে পালটা মানুষকে আমরা যদি বলি যারা সেনাবাহিনীতে পরীক্ষা দিয়ে এখনও ডাক পাননি, যাঁরা ওর জামানায় বলি হয়েছে, তাহলে তাঁরা যদি শান্তিকুঞ্জের দিকে হাঁটা দেয়, সেটা কিন্তু ভালো লাগবে না । আমরা কিন্তু দায়িত্বজ্ঞানহীন কাজ করি না । ওর পায়ের তলা থেকে যত মাটি ঘষে যাচ্ছে, তত পাগলা কুকুরের মতো আচরণ করছে । আই রিপিট পাগলা কুকুর । নয়াগ্ৰামে টিম অভিষেক ঝাড়গ্ৰামের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় সাধারণ সম্পাদক কাপ ক্রিকেট টুর্নামেন্টের পাঁচদিনের খেলা শেষ হল শুক্রবার । 16টি টিমের খেলার অন্তিম পর্যায়ে এদিন ফাইনাল জিতে নেয় ঝাড়গ্ৰাম বর্ণালী অ্যান্ড সিডিএম ইলেভেন । আর রানার্স হয় পূর্বাশা ইলেভেন সাবড়া ।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST