Shop Evicting problem in Bhangar : ভাঙড়ে ছেলে আইএসএফ করার শাস্তি পেলেন বাবা - Shop Evicting problem on Market
ছেলে আইএসএফ (ISF) করার জেরে বাবাকে বাজারের দোকান থেকে উচ্ছেদের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে (Trinamool Congress leader accused of evicting father shop from market for son on ISF) ৷ ভাঙড়ের ঘটকপুকুর বাজারের ঘটনা । অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ করেছেন সবজি ব্যবসায়ী আবু বক্কার মল্লিক । তাঁর অভিযোগ, ছয় সাত বছর ধরে ভাঙড়ের ঘটকপুকুর বাজারে সবজি ব্যবসা করেন তিনি ৷ ছেলে আইএসএফ করছে বলে জোর করে তাঁর দোকান তুলে দেওয়া হয়েছে । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ । তিনি এ বিষয়ে বলেন, "বাসন্তী হাইওয়ের সম্প্রসারণের জন্য দোকান সরানো হচ্ছে ।" ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, "বিধানসভা ভোটে আমাদের হয়ে কাজ করার জন্য লাগাতার অত্যাচার হচ্ছে । কাইজার আহমেদ নিজের অফিসে ডেকে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ওই সবজি ব্যবসায়ীকে । আমি থানায় যেতে বলেছি । থানা ব্যবস্থা না নিলে আমরা কোর্টে যাব ।"
Last Updated : Apr 11, 2022, 3:56 PM IST