পশ্চিমবঙ্গ

west bengal

প্রকৃতির তাণ্ডবে ছারখাড় হিমাচল

ETV Bharat / videos

Himachal Disaster: প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত হিমাচল, ভিডিয়ো দেখলে শিউরে উঠবেন - heavy rain in Himachal Pradesh

By

Published : Jul 10, 2023, 3:14 PM IST

Updated : Jul 10, 2023, 8:18 PM IST

একনাগাড়ে বৃষ্টির জেরে জনজীবন বিপর্যস্ত হিমাচল প্রদেশে ৷ টানা বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের সেতু, মন্দির প্রায় ডুবতে বসেছে ৷ স্থানীয় নদীগুলির জল বইছে বিপদসীমার ওপরে ৷ ভ্রমণপিপাসুদের অন্যতম পছন্দের জায়গা সিমলা-কুলু-মানালির দুর্যোগের চিত্র দেখে শিউরে উঠছে পুরো দেশ। ইতিমধ্যেই বহু  মানুষের মত্যুর খবর পাওয়া গিয়েছে। ডুবে গিয়েছে রাস্তাঘাট, বাড়ি-ঘর। লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন ৷ শতাব্দী প্রাচীন ব্রিজ, রাস্তা হড়পা বানের তোড়ে সম্পূর্ণ ভেসে গিয়েছে। একইসঙ্গে প্রকট হচ্ছে মানুষের আর্তনাদ ৷ হিমাচল প্রদেশের পাশাপাশি ভারী বর্ষণে বিপর্যস্ত দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরের মতো উত্তর ভারতের বিভিন্ন এলাকা। 

এদিকে বৃষ্টি, হড়পা বান, ভূমিধসের কারণে আগামী 24 ঘণ্টা রাজ্যের মানুষকে ঘরের বাইরে বেরোতে বারণ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। তবে ঘরে থেকে আতঙ্কিত না-হওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি ৷ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন বলে সাধারণ মানুষের কাছে আবেদন করেন হিমাচলের মুখ্যমন্ত্রী। সর্বশেষ পাওয়া পূর্বাভাস অনুযায়ী, চাম্বা, কাংড়া, মান্ডি, হামিরপুর-সহ রাজ্যের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি এবং বন্যার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। নাগাড়ে বৃষ্টিতে বাড়ছে নদীর জলস্তর। 

Last Updated : Jul 10, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details