পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Karam Puja: করমপুজোয় পূর্ণাঙ্গ ছুটির দাবি, মালদায় অবরোধ কুড়মি সমাজের - রাজ্য ছুটি

By

Published : Sep 3, 2022, 3:43 PM IST

Updated : Feb 3, 2023, 8:27 PM IST

দুর্গাপুজো, ঈদ, বড়দিনের মতো করমপুজোতেও (Karam Puja) রাজ্য সরকারকে (West Bengal Government) পূর্ণাঙ্গ ছুটি (State Holiday) ঘোষণা করতে হবে ৷ শুক্রবার এই দাবিতে মালদার (Malda) দু'টি ব্লকে পথ অবরোধ (Road Block) করেন কুড়মি জনজাতির প্রতিনিধিরা ৷ তাঁদের সাফ কথা, যতদিন না সরকার এই দাবি মেনে নিচ্ছে, ততদিন ধরে তাঁরা পথ অবরোধ চালিয়ে যাবেন ৷ অবরোধকারীদের পক্ষে আদিবাসী কুড়মি সমাজের জেলা সম্পাদক স্বপন মাহাত বলেন, বাংলায় দুর্গাপুজো, ঈদ, বড়দিন-সহ বিভিন্ন উৎসবে সরকারের তরফে পূর্ণাঙ্গ ছুটি দেওয়া হয় ৷ আগে আদিবাসীদের করমপুজোতেও পূর্ণাঙ্গ ছুটি দেওয়া হত ৷ কিন্তু এবার করমপুজোয় পূর্ণাঙ্গ ছুটি বাতিল করে শুধুমাত্র আদিবাসী সম্প্রদায়ভুক্তদের জন্য ছুটি বহাল করা হয়েছে ৷ ফলে আদিবাসীরা ছাড়া অন্য কেউ করমপুজোয় সামিল হওয়ার সুযোগ পাবেন না ৷ এতে সাম্প্রদায়িক দূরত্ব বাড়বে বলে মনে করছেন আন্দোনকারীরা ৷ এই কারণেই করমপুজোয় পূর্ণাঙ্গ ছুটি দাবি করছেন তাঁরা ৷ করমপুজোয় পূর্ণাঙ্গ ছুটির দাবিতে এদিন বামনগোলার একুশ মাইল এবং হবিবপুরের তালপুকুরে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসীরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details