পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Transgender Marriage : রূপান্তরকামী প্রেমিকাকে বিয়ে করল প্রেমিক - Transgender Marriage

By

Published : May 20, 2022, 10:46 AM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

অবশেষে পরিণতি পেল 10 বছরের প্রেম ৷ বিয়ে সম্পন্ন হল রূপান্তরকামী রিমি রায় ও রূপকুমার রায়ের ৷ দু’জনেই ধূপগুড়ির বাসিন্দা ৷ কোচবিহারের জামালদহে একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা ৷ নিয়মনীতি মেনেই বিয়ে সম্পন্ন হয়েছে ৷ সমাজ কি তাদের এই বিয়ে মেনে নেবে ? তা নিয়ে এই নবদম্পতির মধ্য়ে সংশয় তৈরি হলেও, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে একসঙ্গে থাকতে অঙ্গীকারবদ্ধ তাঁরা ৷ শুভ পরিণয়ে আবদ্ধ হয়েই নবদম্পতি রূপকুমার ও রিমি জানান, পূর্ণ মর্যাদায় সমাজে স্থান পেয়ে তাঁরা খুশি । খুশি পরিজনরাও (Transgender Marriage in Cooch behar)।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details