Chandannagar: 22 ফুটের জগদ্ধাত্রীর রেল লাইন পার করানোর জন্য চন্দননগরে থমকে যায় ট্রেনও - রেল লাইন পার করানোর জন্য
হুগলির (Hooghly) চন্দননগরে ট্রেন দাঁড় করিয়ে রেল লাইন পার করানো হয় মা জগদ্ধাত্রীকে (Jagadhatri Idol) । চন্দননগর (Chandannagar) সুভাষ পল্লী উত্তরপাড়া বারোয়ারীর প্রতিমা এভাবেই ট্রেন লাইন পার করেন সদস্যরা । গত 38 বছর ধরে সম্পূর্ণ ঝুঁকি নিয়ে এই ঠাকুরকে পার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সীমা দাস । বাঁশের উপর বসিয়ে এই 22 ফুটের জগদ্ধাত্রী প্রতিমাকে বৃহস্পতিবার লাইন ধরে প্রায় 700 মিটার কাঁধে করে এনে তার পর লাইন অন্য পারে নিয়ে যাওয়া হয় ৷ এই সময় ট্রেন চলাচল বন্ধ থাকে ৷ পাশের লাইন দিয়ে ট্রেন গেলেও বিশাল আকারের মা জগদ্ধাত্রীকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় ।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST