Train Service Disrupted: ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, বারুইপুর স্টেশনে আটকে লক্ষ্মীকান্তপুর লোকাল - ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি
বঙ্গোপসাগের তৈরি হওয়া নিম্নচাপের জেরে শনিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে । তার উপর সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তি রেল যাত্রীদের ৷ শিয়ালদহ দক্ষিণ শাখায় রেল চলাচলে বিঘ্ন ঘটল (Train Service Disrupted) । লক্ষ্মীকান্তপুর স্টেশনের কাছে রেলের ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় (overhead wire snaps) । প্রায় 2 ঘণ্টারও বেশি সময় ধরে বারুইপুর স্টেশনে (Baruipur Station) দাঁড়িয়ে থাকে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল (Lakshmikantapur local) । চরম অস্বস্তিতে পড়েন রেল যাত্রীরা । কখন ছাড়বে তাও বলতে পারছে না রেল কর্তৃপক্ষ । পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:27 PM IST