Road Accident in Durgapur : দুর্গাপুরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় উলটে গেল ইট বোঝাই ট্রাক্টর - Road Accident in Durgapur
আজ দুপুরে দুর্গাপুর থেকে আসানসোলের দিকে যাচ্ছিল একটি মালবাহী ট্রাক ও ইট বোঝাই ট্রাক্টর (Tractor overturned on National Highway in Durgapur) ৷ নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি ধাক্কা মারে ট্রাক্টরটির পেছনে ৷ সঙ্গে সঙ্গে দু'নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডের ওপর উলটে যায় ট্রাক্টরটি এবং ইট রাস্তায় ছড়িয়ে যায় ৷ যার ফলে যানজটের সৃষ্টি হয় দুর্গাপুর গান্ধি মোড় সংলগ্ন আসানসোলগামী সার্ভিস রোডের উপরে ৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সম্ভবত ব্রেক ফেল করেই ট্রাক্টরটিকে ধাক্কা মেরেছে ৷ ট্রাক্টরচালক ও ট্রাকচালক দু'জনকে এবং খালাসিকে আহত অবস্থায় দুর্গাপুরের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST
TAGGED:
Road Accident in Durgapur