Snowfall at Sandakphu: তুষারে ঢেকেছে সান্দাকফু, ভরা বসন্তে ফের পাহাড়মুখী পর্যটকরা - তুষারে ঢেকেছে সান্দাকফু
চৈত্রে ফের তুষারপাত পাহাড়ে ৷ আর তা উপভোগ করতেই এখন পাহাড়মুখী উচ্ছ্বসিত পর্যটকরা (Tourists way to the North Bengal)। এই নিয়ে ভরা বসন্তে তৃতীয়বার তুষারপাত সান্দাকফুতে । বাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে থাকা গাড়ি, সবকিছুই ঢেকে গিয়েছে বরফে ৷ ঠিক যেন কল্পনার দৃশ্য ৷ আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত পর্যটকরা । অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রবিবার ভোর থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে শৈলরানিতে । দার্জিলিং-সহ কালিম্পং ও কার্শিয়াংয়ের একাধিক জায়গায় এদিন ভোর থেকে শুরু হয় বৃষ্টি । এর জেরে এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে তাপমাত্রার পারদ । এদিকে রবিবার ভোর থেকে পূর্ব সিকিমের সান্দাকফুর একাধিক এলাকায় তুষারপাত শুরু হয় । তবে শুধু সান্দাকফুতেই নয়, এর পাশাপাশি ছাঙ্গু ও নাথুলাতেও তুষারপাত হয়েছে । আর এই ভরা চৈত্রে তুষারপাতের খবর পেয়ে আবার পাহাড়ের টিকিট কাটছেন পর্যটকরা ৷