পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Royal Bengal Tiger: বছর শেষে আবারও সুন্দরবনে দক্ষিণরায়ের দর্শন পেলেন পর্যটকরা - সুন্দরবন

By

Published : Dec 30, 2022, 7:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

চলতি বছরে একাধিক বার বাঘের দেখা পেয়েছেন সুন্দরবনে আগত পর্যটকরা । শুক্রবারও সুন্দরবনে বেড়াতে আসা একাধিক পর্যটক দল জঙ্গলে বাঘের দেখা পেয়েছেন বলে দাবি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ট্যুর অপারেটরদের (Tourists Once Again Got A Glimpse of Royal Bengal Tiger in Sundarbans) ৷ শুক্রবার উত্তর 24 পরগনার নৈহাটি থেকে একদল পর্যটক পাড়ি দিয়েছিলেন সুন্দরবনে ৷ সেখানেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত বসিরহাট রেঞ্জের ঝিলা 1 নম্বর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়েছে সেই পর্যটক দল ৷ স্বাভাবিকভাবে সামনে থেকে বাঘকে চাক্ষুস করতে পারায় উৎফুল্ল পর্যটকরা ৷ জানা গিয়েছে, বোটে করে ঝিলা 1 নম্বর জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় পর্যটকরা দেখেন, একটি বাঘ জলে নামার চেষ্টা করছেন ৷ প্রায় সবাই সেই মুহূর্তকে মোবাইলে ও ক্যামেরায় লেন্সবন্দি করেছেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details