বড়দিনে পর্যটকদের উপচে পড়া ভিড় শহরের গির্জায়, সুখ-সমৃদ্ধির কামনায় জ্বলল হাজার হাজার মোমবাতি - tourist gathering in the church
Published : Dec 25, 2023, 11:31 AM IST
Merry Christmas 2023:পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের চার্চগুলি সেজে উঠেছে বড়দিনের সাজে ৷ এই বড়দিনের আবহে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অগণিত মানুষের জনসমাগম ৷ তা ধরা পড়েছে ইটিভি ভারতের ক্যামেরায়। বড়দিন উপলক্ষ্যে সেন্ট পলস ক্যাথিড্রাল এবং ইনফ্যান্ট জিসাস চার্চে ভিড় করেছে আম জনতা। ভিড় অন্য সমস্ত গির্জাতেও।
1819 সালে শহরের প্রাণ কেন্দ্র ময়দান এলাকার জঙ্গল পরিষ্কার করে তৈরি হয়েছিল সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ । ক্যাপ্টেন ডব্লিউ.এন. ফরবেস এই গির্জার নকশা তৈরি করেছিলেন । প্রায় কুড়ি বছর লেগে যায় এই গির্জা তৈরি করতে। গির্জাটির চূড়া এবং গম্বুজ 201 ফুট উঁচু। ইংল্যান্ডের গথিক স্থাপত্যের সঙ্গেও মিল রয়েছে কিছুটা । এই গির্জাতে প্রথম স্টোনড গ্লাসের জানলা ব্যবহার করা হয় । 1864 সালে জানলাটি ভেঙে যায় ৷ পরে নতুন করে তৈরি হয়। এর পাশাপাশি ইনফ্যান্ট জিসাস চার্চ একটি ক্যাথলিক চার্চ। বেহালার সৌরীন রায় রোডের এই চার্চটি স্থানীয় মানুষের কাছে খুব আকর্ষণীয় একটি স্থান। বড়দিনে এখানেও মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো ৷
এছাড়াও কলকাতার বুকে রয়েছে সেন্ট জন'স চার্চ, ওল্ড মিশন চার্চ, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, সেন্ট জেমস চার্চ বা জোড়া গির্জা, সেন্ট থমাস চার্চ, চার্চ অফ সেক্রেড হার্ট অফ জিসাস, কালীঘাটের গ্রীক চার্চ, সেন্ট মেরি'জ চার্চ, কুইন অফ পিস চার্চ, সেন্ট লরেন্স চ্যাপেল, নবজীবন বেহালা চার্চ। বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে শহরের অন্য চার্চগুলি ৷