Chess Olympiad Torch: কলকাতায় 44তম দাবা অলিম্পিয়াডের টর্চ - Chess Olympiad Torch
কলকাতায় এসে পৌঁছালো 44তম দাবা অলিম্পিয়াডের (44th Chess Olympiad) টর্চ লাইট । বৃহস্পতিবার বিকেল সাড়ে 3টে নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায় টর্চ । টর্চ গ্রহণের জন্য কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিল কয়েকশো উৎসাহী ক্রীড়াপ্রেমী । এদিন বিকেল 4টে থেকে সাড়ে 6টা পর্যন্ত সল্টলেক সাই কমপ্লেক্সে ছিল ওই টর্চ । এরপরে সেই টর্চ শিলিগুড়ির উদ্দেশ্যে পাড়ি দেয় ।
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST