Celebs Durga Puja Plan: পোশাক থেকে আড্ডা, পুজোয় কী করছেন টলি সেলেবরা ? - ঋতাভরী চক্রবর্তী
Published : Sep 24, 2023, 7:50 PM IST
|Updated : Sep 24, 2023, 10:59 PM IST
আকাশে বাতাসে পুজোর গন্ধ ৷ গাছে গাছে ছেয়েছে শিউলি ফুল ৷ মা দুর্গার বাপের বাড়ি আসা কেবল এখন কয়েকদিনের অপেক্ষা ৷ আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে সাধারণ মানুষ থেকে সেলেবদের উন্মাদনা যে চরমে থাকবে , সেটাই তো স্বাভাবিক ৷ অভিনেত্রীরা কেউ পুজোর সময় প্রাধান্য দেবেন কাজকে ৷ কেউ আবার ওই সময় কাজ থেকে সম্পূর্ণ ছুটি নিয়ে কাটাবেন বন্ধুবান্ধব থেকে পরিবারের সঙ্গে ৷ নিজেদের পুজোর প্ল্যান ইটিভি ভারতের কাছে ফাঁস করলে টলি থেকে টেলি সেলেবরা ৷
শহরের পাঁচতারা হোটেলে একটি ঝলমলে সন্ধ্যায় একসঙ্গে দেখা মিলেছে টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, বাংলাদেশের নায়িকা নুসরত ফারিয়ে থেকে টেলিভিশন ও ওয়েব সিরিজের চেনা মুখ ঐশ্চর্য সেন-সহ অন্যান্যদের ৷ সেখানেই তাঁরা জানালেন এবারে পুজোয় তাঁদের কী প্ল্যান ৷ ঋতাভরী চক্রবর্তী জানালেন, তাঁর পুজো নিয়ে প্রচুর পরিকল্পনা রয়েছে ৷ কাজ করবেন তিনি ৷ পাশাপাশি পুজো উদ্বোধনের মাঝেই বন্ধুদের সঙ্গে আড্ডাও দেবেন ৷ তবে পুজোয় কলকাতাতেই থাকছেন এই টলি অভিনেত্রী ৷ পুজোয় কোনও ড্যায়েট মানবেন না বলেও হাসতে হাসতে জানালেন ফাটাফাটি খ্যাত অভিনেত্রী ৷ অন্যদিকে পূজা বন্দ্যোপাধ্যায়ের পুজোও কাটবে কলকাতাতেই ৷ স্কুলের বন্ধু ও পরিবারের সঙ্গে তিনি কাটাতে চলেছেন এবারের দুর্গাপুজো ৷ পাশাপাশি এবারের পুজোয় কাজকেই বেশি প্রাধান্য দেবেন নুসরত ফারিয়া ৷