Ma Tara Advent Day: মা তারার আবির্ভাব দিবস, হাজার হাজার ভক্তের ভিড় - Ma Tara Advent Day
Published : Oct 27, 2023, 5:06 PM IST
আজ মা তারার আবির্ভাব দিবস । শুক্লা চতুর্দশীর তিথিতে মা তারার আবির্ভাব হয়েছিল । সেই তিথি মেনে আজ মা তারাকে মূল মন্দির থেকে বের করে নিয়ে এসে, মন্দিরের সামনে নাট মন্দিরে বসানো হয় । দিনভর সেখানে থাকার পর সন্ধ্যায় ফের মা তারাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় ।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, " বহু পুণ্যার্থী এদিন তারাপীঠে আসেন । বছরের এই একটি দিনে সাধারণ মানুষ মা তারাকে স্পর্শ করে পুজো দিতে পারেন । আজকের দিনে মা তারাকে মূল গর্ভ গৃহ থেকে নাট মন্দিরে নিয়ে যাওয়া হয় । সারাদিন ধরে চলে পুজো- অর্চনা । "
কথিত আছে দ্বারকা নদী দিয়ে বাণিজ্য করতে যাওয়ার সময় চন্ডীপুরে নোংর করেছিলেন বণিক জয় দত্ত । সেই সময় সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয় । বণিকের ভৃত্যরা রান্না করার জন্য একটি কাটা শোল মাছ পুকুরের জলে ধুতে গিয়ে দেখেন মাছটি জীবিত হয়ে জলে চলে যায় । বিষয়টি বণিককে জানালে বণিক তার মৃত ছেলেকে সেই পুকুরের জলে স্নান করান। তখন তার মৃত ছেলে জয় তারা, জয় তারা ধ্বনি উচ্চারণ করে জীবিত হয়ে ওঠেন । অলৌকিক এই ঘটনার রাতেই স্বপ্নে মা তারার দর্শন পান বণিক জয় দত্ত । সেই দিন ছিল শুক্লা চতুর্দশী । সেই দিনই তিনি একদা চন্ডীপুর বর্তমানে তারাপীঠে মা তারার পুজো শুরু করেন । সেই সময়কাল থেকেই শুক্লা চতুর্দশীর দিনটিকে মা তারার আবির্ভাব দিবস হিসেবে পালন করা হয়ে থাকে ।