পশ্চিমবঙ্গ

west bengal

গরমে ওয়াটার পার্কে ভিড়

ETV Bharat / videos

Bengal Heat Condition: শিল্পাঞ্চলে তীব্র গরম ! স্বস্তি পেতে জলকেলিতে মজে শহরবাসী - গরমে ওয়াটার পার্কে ভিড়

By

Published : Apr 17, 2023, 8:36 PM IST

বেশ কিছুদিন ধরেই তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ ৷ ইতিমধ্যেই তাপমাত্রা 42 ডিগ্রি অতিক্রম করে গিয়েছে ৷ তাপপ্রবাহের কারণে রাস্তাঘাট শুনশান । প্রকৃতির তাণ্ডবে যেন অলিখিত কার্ফু ঘোষণা হয়েছে দুর্গাপুরের খনি ও শিল্পাঞ্চলে । তাই গরম থেকে বাঁচতে ভরসা জল ৷ রাস্তার পাশে ডাবের দোকানে, ঠান্ডা পানীয়র দোকানে, আখের রস, আইসক্রিমের দোকানে ভিড় । তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন নাক, মুখ কাপড়ে ঢেকে রাস্তায় বের হতে ৷

সোমবারের সকালেও গরমে নাজেহাল শিল্পাঞ্চলের মানুষজন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রার পারদ চড়তে শুরু করে । এদিন দুপুরে তাপমাত্রার পারদ ছিল 43 ডিগ্রি সেলসিয়াস ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র দাবদাহের কারণে সারা রাজ্যে স্কুল ছুটির কথা ঘোষণা করেছেন । আগেই গরমের ছুটি পেয়ে পড়ুয়াদের মধ্যে খুশির বাতাবরণ । তাই গরমে খানিক স্বস্তি পেতে বহু মানুষ, অভিভাবকরা সন্তান-সন্ততিদের নিয়ে ভিড় জমাচ্ছেন দুর্গাপুর সিটিসেন্টারে অবস্থিত ওয়াটার পার্কে । গ্রীষ্মকালকে উপভোগ করতেই জলকেলিতে মেতেছেন এলাকাবাসী । ওয়াটার পার্কে এদিন সকাল থেকে দেখা গেল উপচে পড়া ভিড় । সবমিলিয়ে শিল্পাঞ্চলের মানুষদের এই গরমের হাত থেকে স্বস্তি পেতে এখন ডেস্টিনেশন ওয়াটার পার্ক ৷ 

ABOUT THE AUTHOR

...view details