Police Route March in Bhangar: শৃঙ্খলা ফেরাতে ভাঙড়ের বিভিন্ন এলাকায় পুলিশের রুটমার্চ শুরু - Police Route March
রাজ্যপাল সিভি আনন্দ বোসের কড়া নির্দেশের পর শনিবার সকাল থেকেই ভাঙড়ের স্পর্শকাতর এলাকাগুলি বিশাল পুলিশ বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে সেজন্য এলাকায় এলাকায় চলছে পুলিশি টহলদারি। সাধারণ মানুষকে ভয় না-পাওয়ার আশ্বাস দিচ্ছেন পুলিশ কর্মীরা। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পুষ্পা নিজে এলাকা পরিদর্শন করছেন । পুলিশকে দেখে রাস্তায় মানুষজন বেরোতে শুরু করেছে ৷ দোকানপাট খুলছে একে একে ৷ পুলিশকে দেখে কিছুটা হলেও স্বস্তি মিলেছে ভাঙড়বাসীর ।
প্রসঙ্গত, বিগত কয়েকদিনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড় ৷ আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় সেখানকার বিভিন্ন এলাকায়। মুড়ি-মুড়কির মতন এলাকায় পড়তে থাকে বোমা । চলে গুলি, ঝরে রক্ত ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আইএসএফ ও তৃণমূল কর্মীদের। ঘটনায় আহত হন দু'দলেরই একাধিক কর্মী। শুক্রবার অশান্ত ভাঙড়ে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি সন্ত্রাস কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ৷ এর পাশাপাশি রাজ্যপাল বোস এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেন ৷ তারপরেই এদিন চলে এলাকায় এলাকায় রুটমার্চ ৷