পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

Abhishek Banerjee: অভিষেকের দ্রুত আরোগ্য কামনায় মন্দির-মসজিদে প্রার্থনা টিএমসিপির - অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 22, 2022, 6:28 PM IST

Updated : Feb 3, 2023, 8:29 PM IST

চোখের অস্ত্রোপচারের পর এই মুহূর্তে আমেরিকার একটি বিশ্বখ্যাত হাসপাতালে চিকিৎসা চলছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ৷ আজ তাঁর আরোগ্য কামনায় মন্দির-মসজিদে প্রার্থনা করলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা (TMCP workers perform Puja for Abhishek Banerjee) ৷ সেই ছবি শনিবার ধরা পড়েছে চাঁচলে ৷ আজ প্রথমে চাঁচল রাজবাড়ির চণ্ডীমন্দিরে সাংসদ অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেন টিএমসিপির নেতা-কর্মীরা ৷ পুজো শেষে তাঁরা কলিগ্রাম মাজারে গিয়ে অভিষেকের আরোগ্য কামনায় দোওয়া প্রার্থনা করেন (Puja for Abhishek Banerjee speedy recovery in Malda) ৷ মাজারে চাদর চড়ান ৷ দুই জায়গাতেই উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের মালদা জেলা সাধারণ সম্পাদক বাবু সরকার, ছাত্রনেতা এবি সোহেল, সিদ্ধার্থ ভট্টাচার্য, অঙ্কুর দাস-সহ আরও অনেকে ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details